এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ; প্রতিপক্ষ ভারত

Share

স্পোর্টস ডেস্কঃ

নারী এশিয়া কাপ ক্রিকেটে স্বপ্নময় সময় কাটছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। দুর্দান্ত ক্রিকেট খেলে প্রথমবার টুর্নামেন্টের ফাইনালে উঠার ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। গতকাল স্বাগতিক মালয়েশিয়াকে ৭০ রানে হারিয়ে ট্রফি জয়ের মঞ্চে খেলা নিশ্চিত করে সালমা খাতুনের দল।

আজ এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। টি- টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের লিগ পর্বে ভারতকেও সাত উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। মালয়েশিয়ার কিন্নারা ওভালে আজ বাংলাদেশ সময় সকাল আটটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।

এশিয়া কাপে সালমা খাতুন-রুমানা আহমেদের স্বপ্নযাত্রা আজ পূর্ণতা পেতে পারে। ভারতকে হারালেই শিরোপা জয়ের গৌরব অর্জন করবে বাংলাদেশ। যদিও এজন্য কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে সালমা বাহিনীকে। কারণ লিগ পর্বে বাংলাদেশের কাছে হারলেও ভারত টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। বিশ্বকাপের রানার্সআপদের টানা দ্বিতীয়বার হারাতে হলে দল হিসেবে সব বিভাগেই সেরা ক্রিকেট খেলতে হবে ফারজানা-জাহানারা আলমদের।

দক্ষিণ আফ্রিকায় বিপর্যস্ত সফরের পর এশিয়া কাপে জ্বলে উঠেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করে সালমার দল। পরের ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে পরাজিত করে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধেও একই ব্যবধানে অনন্য জয় তুলে নেন রুমানারা। শেষ দুই ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল থাইল্যান্ড ও মালয়েশিয়াকে অনায়াসে হারিয়ে ফাইনালে উন্নীত হয় বাংলাদেশ নারী দল।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।