প্রাক মৌসুম প্রস্তুতির চ্যাম্পিয়ন্স কাপে কাল মুখোমুখি রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। যুক্তরাষ্ট্রের মায়ামিতে সকাল ছটায় শুরু হবে দুই স্প্যানিশ জায়ান্টের এল ক্ল্যাসিকো লড়াই। এ ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন্স কাপ শেষ করবে চির প্রতিদ্বন্দ্বী দুই দল।
প্রাক মৌসুম প্রীতি ম্যাচ বলে অনেকটাই গুরুত্বহীন এই এল ক্ল্যাসিকো। তবে, মায়ামির দর্শকরা তা মানতে নারাজ। হার্ড রক স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটিও একদিক থেকে ঐতিহাসিক। ৩৫ বছর পর এই প্রথম স্পেনের বাইরে হচ্ছে এল ক্ল্যাসিকো। যুক্তরাষ্ট্রে যা প্রথম। ম্যাচটির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে দুই দলকে ঘিরে দলবদলের গুঞ্জন।
হতে পারে, বার্সার জার্সিতে এটাই নেইমারের শেষ ম্যাচ। রিয়াল ছাড়ার বাতাস বইছে গ্যারেথ বেলকে ঘিরেও। এ ম্যাচে রোনালদো না থাকলেও আছেন মেসি, সুয়ারেজে, মদ্রিস, বেঞ্জামারা। বার্সার জন্যও হাতছানি চ্যাম্পিয়ন্স কাপ জয়ের।
জুভেন্টাসকে ২-১ ও ম্যানইউকে ১-০ গোলে হারিয়ে পূর্ন ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। অন্যদিকে, ম্যানইউর কাছে টাইব্রেকারে হারের পর ম্যানসিটির কাছে ৪-১’এ বিধ্বস্ত হয়ে রিয়াল এক পয়েন্ট নিয়ে আট দলের লড়াইয়ে পড়ে আছে, তলানিতে।