দেশের ব্যাংকিং খাতে ক্রমেই বেড়ে চলা কুঋণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ প্রেক্ষিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেবার সিদ্ধান্ত নেবার সময় বেশি কুঋণ আছে এমন গ্রাহক ও খাতকে কম গুরুত্ব দেবার তাগিদ দিয়েছে।
সকালে অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিবেদন ২০১৬ এর মোড়ক উন্মোচন উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংক ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবেদনটি সম্পর্কে বলতে গিয়ে গভর্নর ফজলে কবীর উল্লেখ করেন, কুঋণ ও পুনঃতফসিলকৃত ঋণের পরিমান আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
তিনি এসময় বলেন, বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কুঋণের পরিমান সবচেয়ে বেশি। তিনি এসব প্রতিষ্ঠানের পরিবর্তে কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণের অনুপাত বাড়ানোর পরামর্শ দেন। এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীও এ বিষয়ে উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, এখন থেকে কুঋণগ্রস্ত খাতগুলোকে কম ঋণ দিয়ে ঋণের বহুমুখীকরণ করার দিকে মনোযোগ দিতে হবে।