কোকাকোলা নিয়ে এলো অ্যালকোহল!

আন্তর্জাতিক ডেস্ক:

১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অ্যালকোহল মিশ্রিত পানীয় বাজারে এনেছে মার্কিন কোম্পানি কোকাকোলা। সোমবার থেকে জাপানের বাজারে বিক্রির জন্য এসব পানীয় ছাড়া হয়েছে।

জাপানের ননঅ্যালকোহলিক পানীয়ের বড় নাম কোকাকোলা। তারা দেশটির বাজারে পরীক্ষামূলকভাবে তাদের লেবু ফ্লেবার যুক্ত চুহাই জাতীয় পানীয় ‘লেমন ডু’ ছেড়েছে। লেবুর ফ্লেবার যুক্ত লবণাক্ত পানীয়টি তিন শতাংশ, পাঁচ শতাংশ ও সাত শতাংশ অ্যালকোহল মিশ্রিত অবস্থায় পাওয়া যাবে। এতে কোনো কোক যুক্ত থাকবে না।

পরীক্ষামূলকভাবে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে পানীয়টি ছেড়েছে কোকাকোলা। জাপানের বাকি অংশে ও অন্যান্য দেশে পানীয়টি ছাড়ার কোনো পরিকল্পনা এখনও ঠিক হয়নি বলে খবরে বলা হয়েছে। ৩৫০ মিলিলিটারের একটি ক্যানের মূল্য ধরা হয়েছে ১৫০ ইয়েন।

জাপানে অনেকদিন ধরেই চুহাই নামে পরিচিত ক্যানজাত পানীয় জনপ্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *