কোন দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না- প্রধানমন্ত্রী

কোন দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না – হুশিয়ারী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে অডিট ভবনে আন্তর্জাতিক সুপ্রীম-অডিট ইনস্টিটিউটের সম্প্রসারিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা ভোগ বিলাসে ব্যস্ত থাকলেও আওয়ামী লীগ জনগণের ইন্নয়নে কাজ করে।

তিনি বলেন, সরকারের আর্থিক হিসাব ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, অর্থনৈতিক কর্মকান্ডের পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় অডিট বিভাগকে আরও শক্তিশালী ও যুগোপযোগি করে গড়ে তুলতে হবে। এ বিষয়ে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সুশাসন নিশ্চিত করা ও দুর্নীতি কমিয়ে আনতে আধুনিক অডিট ব্যবস্থার উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিক দুই মেয়াদে দেশে দুর্নীতি বেশিরভাগ কমে গেছে। দুর্নীতি দমন কমিশনও এখন অনেক স্বাধীনভাবে কাজ করছে। সরকারের এমপি, মন্ত্রীদেরও তারা জিজ্ঞাসাবাদ করতে পারছেন বলে জানান প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *