নিজস্ব প্রতিবেদক | দিনাজপুর সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র রাশিদুল ইসলাম রাশেদ ক্যান্সারে আক্রান্ত। ঢাকায় চিকিৎসার পর রাশেদ বর্তমানে দিনাজপুর ইসলামী হাসপাতালে চিকিৎসারত।
তার চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন। রাশেদের এই অবস্থায় বসে থাকতে পারে নি তার সহপাঠীরা। অত্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের (১৩-১৪) শিক্ষাবর্ষের কিছু উদ্যমী শিক্ষার্থী নিজ উদ্যোগে শুরু করে সাহায্য সংগ্রহ। তাদের অক্লান্ত পরিশ্রমে প্রথম ধাপে সংগৃহিত ৫০ হাজার টাকা গত ৫ নভেম্বর রাশেদের বাবা আবুল কাশেমের হাতে তুলে দেয় সহপাঠীরা।
এরপর আবার তারা শুরু করে সাহায্য সংগ্রহ। এরই ধারাবাহিকতায় আজ সহপাঠীরা দ্বিতীয় ধাপে আবারও ৫০ হাজার টাকা সহযোগীতা তুলে দেয় তার পরিবারের হাতে। এসময় ৪র্থ বর্ষের উদ্যমী শিক্ষার্থীরাসহ পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
রাশেদের সহপাঠীদের মধ্যে মুজাহিদ সরকার বলেছেন, রাশেদের জন্য তারা রাস্তায় নেমেছেন, প্রয়োজনে আরো কঠোর পরিশ্রম করতে রাজি তাদের টিম। তিনি রাশেদের দ্রুত আরোগ্য লাভ আশা করেন এবং রাশেদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান করেন।