নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না ক্যালিফোর্নিয়ার দাবানল। এবার ধেয়ে যাচ্ছে উপকূলীয় শহর শান্তা বারবারা ও কারপিনটেরিয়ার দিকে। ফায়ার সর্ভিস কর্মীরা রবিবার দাবানল কিছুটা নিয়ন্ত্রণের দাবি করলেও পরে তা ভয়াবহ রুপ নিয়েছে কিছু এলাকায়। এরইমধ্যে পুড়ে গেছে শিকাগো অঙ্গরাজ্যের সমপরিমান এলাকা।
গভীর জঙ্গলে সীমাবদ্ধ থাকা আগুন এখন এগুচ্ছে দুটি জনবহুল শহরের দিকে। এতে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে শান্তা বারবারার অন্তত একলাখ বাসিন্দাকে। জরুরি সতর্কতা জারি হয়েছে লস পাড্রেস উদ্যান ঘেঁষা কার্পেনটেরিয়া শহরেও।
রাজ্যের গভর্নর জেরি ব্রাউন এ দাবানলকে নতুন বাস্তবতা বলেছেন। জলবায়ু পরিবর্তনের কারণেই এ বিপর্যয় ছড়িয়ে পড়েছে বলে দাবি করেন তিনি। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন ব্রাউন।