নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের খানসামায় ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা ও কেক কেটা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে খানসামা ভিউ পয়েন্ট থেকে একটি আনন্দ র্যালি বের করেন নেতাকর্মীরা। র্যালিটি খানসামা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এলাকায় গিয়ে সমাবেশ করে। এরপর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে খানসামা উপজেলা ছাত্র অধিকার পরিষদ।
উক্ত আলোচনা সভায় উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ এইচ আরিফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক আব্দুর রহমান, বীরগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. সাকিব আহমেদসহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।