খানসামায় ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই

বন্ধ থাকা লাবীবা টেলিকম এন্ড খিদমা আতর হাউস
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের খানসামায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর ম্যানেজারকে শ্বাসরোধ করে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের গারপাড়া গ্রামের জহরুল হাজীর পুকুরপাড় কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী জিকরুল হক পাকেরহাট বাজারের লাবীবা টেলিকম এন্ড খিদমা আতর হাউসের স্বত্বাধিকারী।

জানা যায়, ম্যানেজার ব্রজেন প্রতিদিনের ন্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে তিন জনের একটি ছিনতাইকারী দল শ্বাসরোধ করে ব্যাগে থাকা চার লক্ষ টাকা ছিনতাই করে।

এ বিষয়ে ব্যবসায়ী জিকরুল হক বলেন, আমার ম্যানেজার ব্রজেন দোকান বন্ধ করে রাতে বাসায় আসার পথে এ ছিনতাই হয়। কালিতলা পর্যন্ত আমার এক ভাতিজাসহ আসে, বাকি পথ সে একাই আসে। ওইখানে ওতপেতে থাকা তিনজন ছিনতাইকারী তার গাড়ি চাবি বন্ধ করে দেয়, পরে তার হাতে থাকা ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে। তাকে মাটিতে ফেলে শ্বাসরোধ করার চেষ্টা করে। সে সময় হাতে থাকা টাকার ব্যাগটি ছেড়ে দেয় পরবর্তীতে সে উপায় না পেয়ে চিৎকার করে এবং এলাকাবাসী ছুটে আসে তাকে উদ্ধার করে।

ভুক্তভোগী ম্যানেজার ব্রজেন বলেন, পাকেরহাট থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় আমাকে তিনজন মুখোশ পরে আক্রমণ করে। পরে গলা চেপে ধরে মারধর শুরু করে। আমি অনেক চিৎকার করায় আমাকে ফেলে দিয়ে আমার হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এমতবস্থায় প্রশাসনের কাছে অনুরোধ করতেছি টাকাগুলো যদি উদ্ধার করে দিতে পারে, তাহলে আমার খুব উপকার হবে।

এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমূল হক বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। অভিযোগ পেলে নিয়মিত মামলার রুজু করা হবে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে বিশ্বব্যাপী হরতালের প্রতি সমর্থনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনের আহ্বানে ডাকা বিশ্বব্যাপী হরতালের প্রতি সমর্থন জানিয়ে দিনাজপুরের বীরগঞ্জে...

বীরগঞ্জে সচেতন মূলক শিশু সহিংসতা ও শিশু বিবাহ প্রতিরোধ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সচেতন মূলক শিশু সহিংসতা ও শিশু বিবাহ প্রতিরোধে...

বীরগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ ১০ হাজার...

ঠাকুরগাঁয়ে মুক্তিপণের ২৫ লাখ টাকা দিয়েও মিলনকে জীবিত পেল না পরিবার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামের এক যুবককে অপহরণ...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।