মোঃ আশিক মুন্না-
আজ ২৮ শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার খানসামা উপজেলার ব্র্যাক আঞ্চলিক অফিসে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক, ব্র্যাক কর্তৃক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মত বিনিময় সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোকলেছুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান-এলসিএল ফেসিল্যাটেটোর (ব্র্যাক), মো মোকছেদুল আলম-জেলা ব্যবস্থাপক (দিনাজপুর), মো আমিনুল হক-এইচ আর এল এস অফিসার (খানসামা) ও মোঃ আব্দুর রাজ্জাক-এরিয়া ম্যানেজার (দাবি), খানসামা।
এছাড়াও মত বিনিময় সভাটি খানসামা উপজেলার সকল ইউনিয়নের মুসলিম-হিন্দু বিবাহ রেজিস্টার অফিসার, পুরোহিত, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিগনের উপস্থিতিতে আয়োজন করা হয়।
সভার শুরুতেই সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক সমন্নয়ক মোঃ মিজানুর রহমান মানবাধিকার প্রতিষ্ঠায় সবার করণীয় ও বিভিন্ন ধরনের আইন সম্পর্কে সবার সামনে তুলে ধরেন।
উক্ত মত বিনিময় সভায় তিনি মুসলিম-হিন্দু রেজিস্টার অফিসার ও পুরোহিতদের বলেন যে,ছেলে আর মেয়ে যদি প্রাপ্তবয়স্ক না হয় তাদের বিয়ে কোনোভাবেই দেওয়া চলবে না। আর তাই ছেলে-মেয়ের বয়স নির্নয়ের জন্য নম্বর কোড-*১৬১০০# প্রদান করেন। তিনি শুধুমাত্র বিবাহ নয় তালাকের প্রসঙ্গেও তাদের সাথে মতবিনিময় করেন।
এরপর সভা শেষে সভার সভাপতি মোঃ মোকলেছুর রহমান তার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উক্ত মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।