খানসামায় রয়েছে ভ্রমন পিপাসুদের জন্য অনেক ঐতিহ্যবাহী স্থান

আশিক মুন্না | খানসামা প্রতিনিধি | দিনাজপুর জেলার ১৩-টি উপজেলার মধ্য খানসামা উপজেলা একটি। এখানে রয়েছে বিভিন্ন ভ্রমন পিপাসু মানুষদের জন্য অনেক ঐতিহ্যবাহী স্থান সমূহ। কিন্তু বর্তমানে সে সকল স্থানসমূহকে কাটিয়ে শীর্ষে অবস্থান করছে খানসামা উপজেলার অাত্রাই নদীর বুকে অবস্থিত নাম করা জিয়া সেতু। ২০০৬ সালে নির্মিত হয় সেতুটি। ৪৯২মিটার এই সেতুটি দাড়িয়ে অাছে ছোট-বড় প্রায় ২৪টি সুগঠিত স্তম্ভের উপরে। বিগত কয়েক বছর থেকে দেখা যাচ্ছে যে, এখানে সারা বছর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভ্রমন পিপাসু অাসছে এই সেতুর সৌন্দর্য উপভোগ করার জন্য।

সম্প্রতি কয়েকদিন অাগে সুদুর চীন ও সুইডেন থেকে একঝাক তরুন-তরুনী এই খানসামায় এসেছিলো জিয়া সেতুটি দেখার জন্য। এছাড়াও বিকেল হলেই সেখানে নানা মানুষের ভির দেখা যায়। কেউ কেউ অাড্ডা,অাবার কেউ কেউ বা ছবি তোলায় ব্যাস্ত হয়ে পরে। তাই এর প্রতি একটু বিশেষ নজর দিলেই এই জিয়া সেতু সারাদেশের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি হয়ে দাড়াবে বলে অাসা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *