নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের খানসামা উপজেলায় ৫৩তম শীতকালীন জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে খানসামা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জুরুল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শারীরিক ও সহকারী শিক্ষকবৃন্দ।