খানসামার পাকেরহাটে দোকানের সাথে অটো লাগায় চালককে মারধর

Share

আশিক মুন্না | খানসামার পাকেরহাটে এক ইজি বাইক(অটো) চালকে ব্যাপক মার-ধোর করা হয়েছে। মঙ্গলবার (১০-২৪-১৭) বিকেলে যাত্রীবাহী একটি অটো পাকেরহাট শাপলা চত্তরের সামনে যাত্রী নামায়।যাত্রী নামিয়ে দিয়ে ফিরে আসবার সময় মজনু নামক এক ব্যাবসায়ীর দোকানে সামান্য অাঘাত লাগে।

অটো দিয়ে দোকানে আঘাত লাগার কারনে অটো চালক অাক্তারুল(নস্কর)কে দোকানের মালিক মজনু মিয়া ব্যাপক মার-ধোর করেন।

এই ঘটনার কথা জানতে পেরে পাকেরহাটের সকল অটো ড্রাইভার তাদের অটো নিয়ে মজনু মিয়ার দোকানের সামনে অবস্থান করেন।সে সময়,দোকানকার অবস্থানরত অটো চালকদের অাজেবাজে ভাষায় গালি গালাজ করেন। প্রত্যক্ষদর্শিরা জানান,গালি গালাজের এক পর্যায়ে দোকান মালিক মজনু টিউবওয়েলের হ্যান্ডেল নিয়ে অাসে নস্কর ড্রাইভারকে মারারতে।

পরবর্তিতে অটো ড্রাইভার নস্করকে সাথে নিয়ে খানসামা,পাকেরহাটের সকল অটো চালকরা অাসেন খানসামা উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব মোঃ সাজেবুর রহমানের কাছে বিষয়টি জানাতে।

জনাব সাজেবুর রহমান সব কিছু শোনার পর আহত নস্করকে মেডিকেলে ভর্তির জন্য বলেন এবং খানসামা থানায় ডায়েরি করতে বলে।।পরে বিক্ষুব্ধ অটো চালকরা তাৎক্ষনিক থানায় চলে অাসে ।

এ ব্যাপারে খানসামা থানার অসি আব্দুল মতিনের কাছে জানতে চাইলে তিনি জানান, লিখিত অভিযোগ জমা দিয়ে হাসপাতালের চিকিৎসা সনদপত্র সংগ্রহ করে এবং তা জমা দিতে হবে।থানায় সনদ পত্রটি জমা দেওয়ার পর থেকেই মামলার কাজ শুরু হবে।

কি কারনে মার-ধোর করা হয়েছে? এমন প্রশ্নের জবাবে অটো ড্রাইভার নস্কর জানান,তিনি যেখানে যাত্রী নামাবেন সেখানে খাল থাকায় অার একটু সামনে অর্থাৎ মজনু মিয়ার দোকানের সামনে যাত্রী নামান তিনি। যাত্রি নামিয়ে ফিরে আসার সময়, তার গাড়ীর পিছনের অংশ মজনু মিয়ার দোকানের বেতে লাগে যায়।এই কারনে তাকে মজনু মিয়া মার-ধোর করেন।বাধা দেওয়ার চেষ্টা করলে মজনু মিয়া অারো জোরে জোরে মারতে থাকে।এমনকি এক পর্যায়ে তার ঠোট ফাটিয়ে তাকে রক্তাক্ত করে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে সচেতন মূলক শিশু সহিংসতা ও শিশু বিবাহ প্রতিরোধ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সচেতন মূলক শিশু সহিংসতা ও শিশু বিবাহ প্রতিরোধে...

বীরগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ ১০ হাজার...

ঠাকুরগাঁয়ে মুক্তিপণের ২৫ লাখ টাকা দিয়েও মিলনকে জীবিত পেল না পরিবার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামের এক যুবককে অপহরণ...

বীরগঞ্জে ক্রেতা সেজে চুরি আটক দুই নারী

নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ক্রেতা সেজে প্রতারণার...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।