খানসামা সদরের দেবনাথ পাড়ায় দুর্ধর্ষ ডাকাতি।গতকাল রাত আনুমানিক ১.০০-২.০০ এর মধ্যে ডাকাতি করে ষাট হাজার টাকা ও ত্রিশ হাজার টাকা মুল্যমানের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা।
খানসামা উপজেলা সদরে বিশিষ্ট সার ও কীটনাশক ব্যবসায়ী শ্রী বৈদনাথ এর ছোট ছেলে শ্রী রবীন্দ্র দেবনাথের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির শিকার পরিবার জানা যায়, রাত্রি ১.০০ ঘটিকায় রবীন্দ্র দেবনাথের বাড়িতে ঢুকে রবীন্দ্র দেবনাথ এবং তার স্ত্রীকে ব্যাপক মারধর করে অজ্ঞাত ডাকাতরা।ডাকাতিকালে নগদ ৬০ হাজার টাকা এবং গৃহকর্ত্রীর গলায় থাকা প্রায় ৩০ হাজার টাকা দামের সোনার চেন নিয়ে যায়। এ সময় রবীন্দ্র দেবনাথ ও তার স্ত্রী গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় ডাক্তার এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
রবীন্দ্র দেবনাথ বলেন, আমরা বাড়ির দরজা সব লাগিয়েই ঘুমাই । হঠাৎ রাত ১.০০ ঘটিকায় ৬-৭ জন যুবক,বয়স আনুমানিক ১৭-৩০ বছর হবে তারা আমার ঘরের দরজা খুলে আমার ও আমার স্ত্রীকে ব্যাপক মারধর করে এবং বলে কি আছে দে।এক পর্যায়ে আমার স্ত্রী নগদ ৬০ হাজার টাকা দেয় এবং সোনার চেনটি টেনে ছিঁড়ে নেয়।
প্রত্যক্ষদর্শী রবীন্দ্র দেবনাথের ভাতিজা পাপ্পু, বোন জামাই খুকু, বড় ভাই গোবিন্দ তাদের বাড়ি থেকে এসে প্রতিরোধ গড়ে তুললে ডাকাত যুবকরা ইট ছুড়ে মারতে থাকে এবং বন্দুক দিয়ে গুলি কর বলতে থাকলে তারা পিছু হটে এবং ডাকাতরা পালাতে সক্ষম হয়। ঘটনাস্থল খানসামা থানার তিন পুলিশ দেখে গেছেন এবং কথা বলে গেছেন।