আশিক মুন্না | খানসামা প্রতিনিধি | গেল বন্যার পর থেকেই দিনাজপুর জেলার খানসামা উপজেলার মানুষ বিদ্যুৎ নিয়ে খুবই অাশংকায় দিন কাটাচ্ছে।দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকলেও রাতে তার কোনো হদিস পাওয়া যায়না বলে জানান স্থানীয়রা। রাতে বিদ্যুৎ না থাকায় খুবই খারাপ অবস্থায় অাছেন খানসামা উপজেলার স্কুল,কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে এমন কিছু পরীক্ষার্থীদের সাথে কথা হয় এবং জানতে চাওয়া হয় তাদের পড়াশোনার বিষয়ে । বিদ্যুৎ এর সমস্যার কথা উল্লেখ করে তারা বলেন, সারাদিন স্কুলে থেকে রাতে একটু বই নিয়ে বসব! তার কোনো উপায় নেই । এর মুল কারন বিদ্যুৎ।তারা অারো জানায় যে,এভাবে চলতে থাকলে তাদের পড়াশোনার অনেক বড় ক্ষতি হতে পারে।
এছাড়াও এই প্রয়োজন মতো বিদ্যুৎ না থাকায় দুর্বিষহ জীবন কাটাচ্ছে খানসামা উপজেলার নানান শ্রেনীর মানুষ।তাদের মুখে শুধু একটাই কথা।সরকার সবার ঘর অালোকিত দেখতে চাওয়ার পরেও কেনো বিদ্যুতের এত সমস্যা। এছাড়া খানসামা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের খানসামা ইনচার্জ রমেন্দ্র নাথ বলেন যে,অতিরিক্ত লোডের কারনে এ সমস্যা দেখা দিচ্ছে।তাছাড়াও বিদ্যুতের বরাদ্দ কম থাকার কারনেও এ সমস্যাটি হচ্ছে।