খানসামায় মাদ্রাসা ছাত্রীর ঢাবি’তে চান্স, পড়া শোনা চালিয়ে যাওয়া নিয়ে সংশয়

আশিক মুন্না | খানসামা প্রতিনিধি | ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ন হয়েও অনিশ্চিত হয়ে পরেছে মেধাবি ছাত্রী শাকিলার লেখাপড়া।বাংলার অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ হলেও ভর্তি পরবর্তি লেখা পড়ার খচর বহন করবার মতো সামর্থ্য নেই শাকিলার পরিবারের।

তার এই সাফল্যে এলাকার সবাই আনন্দিত এবং অনেকেই স্বেচ্ছায় সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু সেটা প্রোয়োজনের তুলনায় অপ্রতুল। এখন শাকিলার পরিবারের উপর বারতি একটা চাপ হয়ে দাড়িয়েছে তার পড়া শোনাটা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে।

দিনাজপুর জেলার খানসামা উপজেলার সহজপুর গ্রামের দরিদ্র কৃষক মো:সাইজুল ইসলামের কন্যা সৈয়দা শাকিলা।শাকিলা সহজপুর মাদরাসা থেকে অষ্টম ও দাখিল পরিক্ষায় অংশগ্রহন করে জিপিও-৫ সহ বৃত্তি পেয়েছে।পরবর্তীতে টংগুয়া হাসনাবাগ ফাজিল মাদরাসা থেকে অালিম পরীক্ষায় অংশগ্রহন করে জিপিও-৫ পেয়ে খানসামা উপজেলার শীর্ষ স্থান অধিকারীনি শাকিলা।

ঢাকা বিশ্ববিদ্যালয়-এ ভর্তি ও দীর্ঘদিনের ব্যায়ভার বহন করার ব্যাপারে শাকিলার বাবা জানান যে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাবদ যে অর্থের প্রয়জন তা জোগাড় করা অামাদের পরিবারের পক্ষে সম্ভব হলেও পরবর্তিতে ৪-৫ বছর পড়াশুনার খরচ কিভাবে চালাবো তা ভাবতে হচ্ছে। তবুও অামরা আশাবাদি কোন ভাবে সব কিছু পার হয়ে যাবে। সবাইকে শাকিলার জন্যে দোয়া করতে বলেছেন তার বাবা ও শাকিলা নিজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *