খানসামা উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

মোঃ আশিক মুন্না | আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। বাঁধভাঙা আনন্দের দিন। বাঙালি জাতির জীবনের সবচেয়ে বড় অর্জনের দিনটি আজ। এই দিন থেকেই বাংলাদেশে শুরু হয়েছিলো সেই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। কিন্তু তার আগেই বাংলাদেশ স্বাধীনতার ঘোষনা করা হয়।

এরই প্রেক্ষাপটে অাজ সকালে ০৭ টা থেকে খানসামায় উপজেলা প্রশাসন এর সহযোগিতায় মহান স্বাধীনতা দিবস পালন করা হলো।দিনের শুরুতে সকাল ০৭টায় উপজেলা শহিদ মিনারে ১৯৭১ সালের শহিদদের স্মরনে পুস্পার্পণ করে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী জনাব অাবুল হাসান মাহমুদ অালী। এরপর খানসামার বিভিন্ন সরকারি,বেসরকারি প্রতিষ্ঠান, স্কুলও বিভিন্ন স্তরের মানুষেরা পুস্পার্পণ করেন।

সকাল ০৮ টায় খানসামা পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ প্রদর্শনির অায়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ সহিদুজ্জামান শাহ্। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আহমেদ মাহবুব্ব-উল ইসলাম।

এছাড়া বীরমুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোঃ মোখলেছুর রহমান সহ অারো অনেকে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের স্বরণে ভাষণ রাখেন অতিথিবৃন্দরা। তারপর শান্তির প্রতিক বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় দিবসের সকল কার্যক্রমের সুচনা করা হয়।

কুচকাওয়াজ প্রদর্শনির পর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এরপর সকাল ১১টায় মহিলাদের বালিশ খেলা ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার অায়োজন করা হয় এবং পুরষ্কার বিতরণ করা হয়। এরপর থেকে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিনটির সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *