একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গনণা শেষে দিনাজপুর-৪ আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। বেসরকারি এই ঘোষণা অনুযায়ী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা আবুল হাসান মাহমুদ আলী বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
বেসরকারি এই ঘোষণা অনুযায়ী নৌকা প্রতীকে ভোট পরেছে ১,৭০,৪০৬টি এবং নৌকার নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তারুজ্জমান মিয়া ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৬১,২১১টি। বেসরকারি এই ঘোষণার পরে তাৎক্ষণিকভাবে জয়ী নৌকার প্রার্থীর কোন প্রতিক্রিয়া জানা যায়নি।
উল্লেখ্য, বেসরকারিভাবে জয়ী আবুল হাসান মাহমুদ আলী বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী। এদিকে পরাজিত ধানের শীষের প্রার্থী আক্তারুজ্জমান মিয়া সাবেক এমপি ছিলেন। পরাজয় নিয়ে তাৎক্ষণিকভাবে তার পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।