নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যে চিকিৎসাধিন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দিনাজপুরের খানসামায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার পাকেরহাটের ওয়াহেদ হাসকিং মিলে আঙ্গারপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. জামিউল ইসলাম শাহ্ এর উদ্যোগে এ কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আখের আলী শাহ্, আঙ্গারপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফজলুল হক ফজু, আঙ্গারপাড়া ইউনিয়ন বিএনপির গোলাপ হোসেন, খামারপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মোশারফ হোসেন, আঙ্গারপাড়া ইউনিয়নের যুবদলের মোখলেছুর রহমান রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।