কেন্দ্রীয় শহীদ মিনারে তীব্র শীতে খোলা আকাশের নীচেই রাত কাটিয়েছে আমরণ অনশনে থাকা সহকারি শিক্ষকরা। বেতন বৈষম্য নিরসণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে দাঁড়াতে নারাজ তারা। তাদের অনেকেই বয়জ্যেষ্ঠ এবং নানা রোগে আক্রান্ত। টয়লেটের সুব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাতে হয় তাদের। বেশি সমস্যায় পড়েন শিক্ষিকারা।
প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনশন শুরু করে দেশের সাড়ে তিন লাখ শিক্ষকের সংগঠন প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট।