আশিক মুন্না : মেধাবী,গরীব ও ছাত্রলীগ কর্মীদের এইচ এস সি পরীক্ষার্থীদের ফরম পুরনে পাশে দাঁড়ালেন খানসামা উপজেলা ছাত্রলীগ সদস্য রাকেশ গুহ।
বর্তমান প্রেক্ষাপটে অনেক স্কুল,কলেজে গরীব মেধাবী ছাত্র-ছাত্রী তাদের পড়াশোনায় সবাইকে চমকপ্রদ করেছে। কিন্তু বিভিন্ন কারনে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনেক সমস্যার মুখোমুখী পড়তে হয়েছে। যার পেছনে রয়েছে দারিদ্র্যতা।
দরিদ্রাতার ফলে এরকম হাজারো গরীব মেধাবী ছাত্র-ছাত্রীর পড়াশোনা বন্ধ হওয়ার পথে চলে গিয়েছিল শুধু মাত্র অর্থের কারনে। কারো কারো এই অর্থের অভাবে বন্ধ হচ্ছে কলেজে ভর্তি হওয়া,অাবার কারো কারো বন্ধ হচ্ছে ফরম পুরন। আর তাদের মতোই খানসামা মহিলা ডিগ্রী কলেজ এবং খানসামা ডিগ্রী কলেজের গরীব মেধাবী এইচ এস সি পরিক্ষার্থী ও খানসামা ছাত্রলীগ কর্মী মোছাঃ লিপি অাক্তার(ভুল্লী বাজার), তমা রায়(বাজার), প্রদীপ রায়(বাসুলী), শ্রী নিরন্ঞ্জন রায়(টংগুয়া), অাক্তারুল ইসলাম(গোবিন্দপুর), সামিউল ইসলাম(পাকেরহাট), অাবুল কালাম অাজাদ ও আসাদুল ইসলাম(বড় করিমপুর) অর্থের অভাবে তাদের ফরম পুরন করতে হিমশিম খাচ্ছিল। আর তখনই ওই গরীব মেধাবীদের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন খানসামা উপজেলা ছাত্রলীগের সদস্য রাকেশ গুহ।
২১ তারিখ বুধবারে কলেজ চলাকালীন সময়ে খানসামা উপজেলা ছাত্রলীগের সদস্য রুহুল অামিন, ভাস্কর সাহা, মিলন, রাব্বি প্রমুখকে নিয়ে গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের ফরম পুরণের জন্য অর্থ দিয়ে সাহায্য করলেন রাকেশ গুহ।
এ বিষয়ে রাকেশ গুহকে জিঙ্গাসা করলে তিনি বলেন যে, তার এই সামান্য সহযোগিতায় যদি তারা তাদের লক্ষে পৌছাতে পারে তবে তাদের পরিবার সহ পুরো দেশ উপকৃত হবে বলে জানায়।