গান তারা শেখেনি কিন্তু তাদের গানেই শিক্ষা আছে

আবু সাঈদ সরকার :

একদল অখ্যাত শিল্পী যাঁরা কোন দিন মঞ্চে গান করার সুযোগ পান না। যাঁদের কেউ অটো চালক, দিনমজুর, ভাটা শ্রমিক,হকার এমন সব খেটে খাওয়া বেনামী শিল্পীদের নিয়েই প্রতি শ্রক্রবার জেলা শিল্পকলা একাডেমির ভাবচক্রে সন্ধ্যার পর বসে মাটির কাঁসা’র গানের আসর। সাপ্তাহিক অবসাদ ধুয়ে মনকে মাটির গানে সম্মোহিত করতে ছুঁটে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মাটির কাঁসার সংগঠক কবি বাসুদেব শীলের সাথে কথা বলে জানা যায় বিগত ৫ বছর ধরে তাঁরা এই উন্মুক্ত গানের আসর বসান। যেখানে যে কেউ এসে মন খুলে গান গাইতে পারেন। তিনি আরও বলেন, গানের শেকড়ে পৌঁছাতে হলে আগে তৃণমূল শিল্পীদের গান শুনতে হবে।

আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এমন যেখানে সুনামী শিল্পী ছাড়া তৃণমূল শিল্পীদের কোন অস্তিত্ব নেই। অথচ আমাদের বাঙালি সংস্কৃতির একটা বড় অংশ জুড়ে রয়েছে জারী, সারী, ভাওয়াইয়া, পল্লীগীতি, লালন, মারফতি ইত্যাদি লোকজ গান।

বাঙালি সংস্কৃতিকে টিকে রাখতে হলে সবার আগে আমাদের এই মাটির শিল্পিদের চর্চা করতে হবে । তাঁদের গানকে সংরক্ষণ করতে হবে । শিল্পী সমাজে তাঁদের একটা জায়গা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *