গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও সচেতনতা ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত বিষয়ক কমিনিউটি মতবিনিময় সভা ও সচেতনতা মূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’ আয়োজনে সদর উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নুর সভাপতিত্বে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর তাহমিনা ইয়াসমিন। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউপি সদস্য ফজলে রাব্বি, শিক্ষক আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। এছাড়াও জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এ সময় গ্রাম আদালতের কার্যক্রম, স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা এবং সেবা গ্রহণের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

উল্লেখ্য স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এ প্রকল্প বাস্তবায়ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *