ঘরে না ফেরা পর্যন্ত বানভাসী মানুষদের ত্রাণ দেয়া অব্যাহত থাকবে- মায়া

ঘরে না ফেরা পর্যন্ত বানভাসী মানুষদের ত্রাণ দেয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মানিকগঞ্জে শিবালয় ও হরিরামপুর বন্যাকবলিত মানুষকে ত্রাণ বিতরণ করে এ আশ্বাস দেন তিনি।

মন্ত্রী আরো বলেন, ত্রাণ নিয়ে কোনো ছিনিমিনি বা দুর্নীতি করতে দেওয়া হবে না। এসময় বিশিষ্ট সঙ্গীত শিল্পী মমতাজ বেগম এমপি, নাঈমুর রহমান দুর্জয় এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *