চতুর্থবার সাংসদ নির্বাচিত হলেন গোপাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গনণা শেষে দিনাজপুর-১ আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। বেসরকারি এই ঘোষণা অনুযায়ী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা বাবু মনোরঞ্জন শীল গোপাল বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

বেসরকারি এই ঘোষণা অনুযায়ী নৌকা প্রতীকে ভোট পরেছে ১৯৮৭৯২টি এবং নৌকার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা মাওলানা মোহাম্মদ হানিফ ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৭৮৯২৮টি।

বেসরকারি এই ঘোষণার পরে তাৎক্ষণিকভাবে জয়ী নৌকার প্রার্থীর কোন প্রতিক্রিয়া জানা যায়নি। উল্লেখ্য,এবারসহ মনোরঞ্জন শীল গোপাল একাধারে চার বার নির্বাচিত হলেন। এর মধ্যে একবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন এই সাংসদ।

এদিকে পরাজিত ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মোহাম্মদ হানিফ বর্তমানে বীরগঞ্জ পৌরসভার মেয়র। পরাজয় নিয়ে তাৎক্ষণিকভাবে তার পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া নেই। জামায়াত নেতা হিসেবে তিনি তার কেন্দ্রের সিদ্ধান্তের উপর আস্থা রেখেছেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *