চতুর্থ দফায় জার্মানিতে ক্ষমতায় এলেন অ্যাঙ্গেলা মার্কেল

টানা চতুর্থ দফায় জার্মানিতে ক্ষমতায় এলেন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন-সিডিইউর জনপ্রিয় নেত্রী অ্যাঙ্গেলা মার্কেল। তৃতীয় বৃহত্তম দল হিসেবে দেশটির পার্লমেন্টে দখল নিয়েছে কট্টর ইসলাম বিদ্বেষী অলটারনেটিভ ফর জার্মানি- এএফডি।

জার্মানির ১৯ তম জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে ৬৫টি দল। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন-সিডিইউ ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি-সিডিপির মধ্যে। জয় পেলেও জনপ্রিয়তা কমেছে সিডিইউ’র। বুথ ফেরত জরিপে ৩৩ ভাগ ভোট পেয়েছে দলটি, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কম।

২১ ভাগ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে সিডিপি। আর, পার্লামেন্টে নতুন দখল নিয়েছে কট্টর ইসলাম বিদ্বেষী- এএফডি। ১৩ দশমিক দুই ভাগ ভোট পেয়ে তৃতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভাব হয়েছে দলটির। একে নব্য নাজিবাদের উত্থান আখ্যা দিয়েছে গ্রিন পার্টিরসহ একাধিক দল। বার্লিনে বিক্ষোভে পুলিশের সাথে সংর্ঘষও হয়েছে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *