চিকুনগুনিয়া ও ডেঙ্গুতে যে কেউ আক্রান্ত হতে পারে, বলছেন, চিকিৎসকরা। একবার সুস্থ হওয়ার পর আবারও চিকুনগুনিয়া ফিরে আসতে পারে বলে জানান তারা। এ রোগের উপসর্গ দেখা দেয়ার এক সপ্তাহের মধ্যে ডাক্তারের পরামর্শ নেয়ার তাগিদও তাদের।
ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের দাবি, সিটি কর্পোরেশনের তৎপরতায় তার এলাকায় চিকুনগুনিয়ার প্রকোপ প্রায় শূণ্যের কোঠায়।
মশা প্রতিরোধ কার্যক্রমের জন্য সিটি কর্পোরেশনের পর্যাপ্ত লোকবল ও যন্ত্রপাতি নেই বলেও দাবি করেন তিনি। এসময়, চিকিৎসকরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারা বলেন, চিকুনগুনিয়ায় মৃত্যুর শঙ্কা খুব কম। বাংলাদেশে চিকুনগুনিয়ার ব্যাপক বিস্তার নতুন বলে এ ব্যাপারে আরো পর্যবেক্ষণ প্রয়োজন বলেও মত দেন চিকিৎসকরা।