ভারতে অনুপ্রবেশের সময় কন্টেন্ট ক্রিয়েটর খুশি আটক

নিজস্ব প্রতিবেক

পঞ্চগড়ের বোদা উপজেলা সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে অনুপ্রবেশে চেষ্টার অভিযোগে নারী ও শিশুসহ ৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ -বিজিবি সদস্যরা।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এর আগে গত রোববার (১৯ জানুয়ারি) গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন উপজেলার কাজীপাড়া সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে দায়িত্বরত বিজিবি।

আটককৃতরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর চন্ডীপুর গ্রামের বিশ্বজিত রায় (২৭), তার স্ত্রী খুশি রায় (২৩) ও ছেলে প্রানাভি রায় (০৩), কাহারোল উপজেলা তেলিয়ান গ্রামের শ্রী রতন রায় (৩০), তার স্ত্রী চন্দনা রাণী রায় (২৮), ছেলে শ্রী সমর রায় (১০), মেয়ে চুমকা রাণী রায় এবং পঞ্চগড়ের বোদা উপাজেলাধীন উৎকুড়া গ্রামের শ্রী সুজন রায় (২১)।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য সীমান্তে যান। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল কাজীপাড়া সীমান্তের মেইন পিলার ৭৭৭ এর ৬নং সাব পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় তিন শিশু ও দুই নারীসহ ৮ জনকে আটক করেন তারা। আটক ব্যক্তিরা ভারতে তাদের স্বজনদের বাড়িতে যেতে দালালের সঙ্গে এক লাখ ৩০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয় বলে জানায় বিজিবি। তাদের কাছ থেকে ৩টি মুঠোফোন ও বাংলাদেশী ৪ হাজার ৫৮৪ টাকা জব্দ করা হয়েছে।

নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিদের বোদা থানায় সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে। তবে অভিভাবকদের কাছে মুচলেকা নিয়ে শিশুদের তাদের স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক জানান, অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পাসপোর্ট আইনে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি। তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *