জাতীয়করণের দাবিতে চতুর্থ দিনের মতো আমরণ অনশন করছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে অংশ নেয়া শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে। কনকনে শীতের মধ্যে রাত্রিযাপন করায় এ পর্যন্ত ১০৬ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান তারা।
তীব্র শীত এবং না খেয়ে থাকায় শুক্রবারই ১৭ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। অনশনকারীদের মধ্যে অনেক নারী শিক্ষকও রয়েছেন যারা নিজ পরিবার ছেড়ে কয়েকদিন ধরে এই অনশনে অংশ নিয়েছেন।