জাতীয় পার্টি থেকে সংসদ নির্বাচন করতে পারেন হিরো আলম

বিনোদন ডেস্কঃ

বিনোদন পাড়ায় হুট করে আবিষ্কার হলেও তার লড়াইটা ছিলো চোখে পরার মতো। মিউজিক ভিডিও দিয়ে শুরু করে স্বল্পদৈর্ঘ্য চলচিত্র, বিজ্ঞাপন সাথে দেশীয় সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। এখন তিনি বলিউডে অভিষেকের অপেক্ষায় আছেন। বলছিলাম স্বনামে খ্যাঁত হিরো আলমের কথা। ইদানিং তিনি মিডিয়া পাড়ায় আলোচিত আছেন আসন্ন সংসদ নির্বাচন করার প্রত্যাশা ব্যাক্ত করে। শুরুতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইলেও এখন তিনি দলীয়ভাবে নির্বাচনের জন্যে যোগাযোগ বাড়িয়েছেন জাতীয় পার্টির সাথে।

সম্প্রতি ৮ সেপ্টেম্বর জাতীয় পার্টির জনসভায় দেখা গেছে হিরো আলমকে। হুশেইন মোহাম্মদ এরশাদের সভামঞ্চে তাকে দেখে সাংবাদিকদ ও জনগণের কৌতুহলও বাড়ে। তখন এব্যাপারে হিরো আলম বলেন, দর্শক হিসেবে হুসাইন মোহাম্মদ এরশাদের বক্তব্য শুনতে এসেছেন তিনি।

এবার সকল জল্পনার অবসান হবার আগেই হিরো আলমকে দেখা গেল রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদেরের কার্যালয়ে। জিএম কাদেরের সাথে সাক্ষাতের ব্যাপারে হিরো আলম এবার ঝেড়ে কেশেছেন।

তিনি বলেন, আমি নির্বাচনে প্রার্থী হব তা আলাপ করতে এসেছি। তিনি যেহেতু মন্ত্রী ছিলেন তাই তার পরামর্শ নিলাম। তবে হিরো আলম জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন কিনা তা নিশ্চিত করে বলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *