প্রকাশিত হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি, জুনিয়র দাখিল সার্টিফেকট-জেডিসি ও প্রাইমারি এডুকেশন সার্টিফিকেট-পিইসি পরীক্ষার ফল। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রাথমিক শিক্ষা সমাপনি ও ইবতেদায়ীর পরীক্ষার ফলাফল তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
এবার পিইসি পরীক্ষায় পাশের হার ৯৫ দশমিক ১৮। পাঠ্যপুস্তক উৎসব সামনে রেখে ফলাফল ঘোষণার জন্য ৩০ নভেম্বর ধার্য করা হয়। এবার অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট ২৪লাখ ৬৮ হাজার ৮’শ বিশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এই পরীক্ষা গত ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। একই দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর ৩৫কোটি ৪২লাখ ৯০হাজার ১৬২ পিছ বই বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।