জেনে নিন প্রেমের সম্পর্কে ঝুলন্ত অবস্থায় আছেন কিনা?

Share

জীবনযাপন ডেস্কঃ

কিছু সম্পর্ক ভালো হয়, কিছু সম্পর্ক খারাপ। কিছু সম্পর্ক টিকে থাকে, কিছু ভেঙে যায়।। কিন্তু, অদ্ভুত ভাবে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ডের মধ্যে এমন কিছু সম্পর্কের প্যাটার্ন থাকে সেগুলো থেকে অনুমান করা যায়- এই সম্পর্কের স্থায়িত্বকাল শেষ হবার পথে।। শুধুই অকারণে মায়াজালে ঝুলিয়ে রাখা কিংবা ঝুলে থাকা-

১) হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মেসেজ দেখেই সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া হয়তো সম্ভব হয় না। কিন্তু যদি ২৪ ঘণ্টা কেটে গেলেও সেই মেসেজের উত্তর না আসে, অথচ এর মধ্যে বহুবার সেই ব্যক্তি অনলাইন এসে থাকেন তবে বুঝতে হবে যে তিনি আপনার সম্পর্কে বেশ উদাসীন। এবং তিনি আপনাকে তার জীবনে গুরুত্বহীন করে ফেলেছেন।।

২) লং ডিসটেন্স সম্পর্ক না হলে নিয়মিত দেখা করাটা যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই স্বাভাবিক। সেই নিয়মিত-টা সপ্তাহে একদিনও হতে পারে বা পাঁচদিনেও একবার হতে পারে। নির্ভর করছে দু’জনের সুযোগ-সুবিধার উপরে। কিন্তু যদি কেউ একদিন দেখা করার পরে একই শহরে থেকেও একমাস ধরে আবার দেখা করার সময় করতে না পারেন, তবে ব্যাপারটা বেশ সন্দেহজনক।

৩) ‘ঝুলে থাকা’ সম্পর্কের সবচেয়ে বড় লক্ষণ হল ‘হঠাৎ ভীষণ ভাল লাগছে’ সিনড্রোম। (মনস্তত্ত্বের পাঠক্রমে এমন কোনও সিনড্রোমের কথা লেখা নেই। এটি শুধুমাত্র লেখার খাতিরে)। ধরুন দু’তিনদিন প্রচুর কথা বললেন সেই ব্যক্তি। তার পরে আবার দিন সাতেক তার কোনও পাত্তা নেই। আবার একদিন ভীষণ ভালবাসা নিয়ে ফোন, টেক্সট অথবা ডেটে যাওয়া। ঠিক যখন আপনি ভাবতে শুরু করেছেন যে সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে।। তখনই আবার সে বেপাত্তা। এইভাবে কোনো সুস্থ, দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি হতে পারে না।

৪) ঝুলিয়ে রাখার প্রবণতা থাকলে সেই মানুষটি কখনোই নিজের পরিবার বা বন্ধুবান্ধবদের সঙ্গে আলাপ করাতে চান না আপনাকে।। এমনকি ডেটে যাওয়ার সময়েও তারা এমন জায়গা খোঁজেন, যেখানে কারো সঙ্গে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা খুবি ক্ষীণ।।

৫) যারা ঝুলিয়ে রাখতে পছন্দ করেন, তাদের এই উদাসীন আচরণ নিয়ে কিছু বলতে গেলেই সচরাচর তারা খুব আক্রমণাত্মক হয়ে ওঠেন। তারা খুব ভালভাবেই জানেন যে তারা কী করছেন অথচ তারা যে ঝুলিয়ে রাখছেন কাউকে সেটা স্বীকার করতে চান না। তাই এই প্রসঙ্গ উঠলেই সাধারণত অন্য মানুষটির উপরে চোটপাট করেন, খুঁত ধরেন, অনেক সময় বেশ অ্যাবিউজিভ কথাবার্তাও বলেন।

এগুলো মিলে গেলেই আপনাকে সম্পর্ক ভেঙে সরে আসতে হবে এমন না- আপনাকে সতর্ক হতে হবে।। এটাকে রিপেয়ার করতে হবে, নয়তো জীবনের মাঝ পথে সম্পর্ক ফেঁসে গিয়ে আপনাকে অনাকাঙ্ক্ষিত বিপদে ফেলবে।।

পাঁচটি কারণের সবগুলো যাদের সাথে মিলে যাবে, তারা ভালো করে ভাবুন সম্পর্কটা টিকিয়ে রাখবেন, নাকি সরে আসবেন।।

লিখেছেনঃ রেজভি রায়হান শোভন

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

স্ত্রীর স্বীকৃতির দাবিতে আরাফাতের বাড়িতে গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের খানসামায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামী আরাফাতের বাড়িতে অনশন করছেন...

রক্তের গ্রুপের উপর নির্ভর করে কার যৌন ক্ষমতা কেমন

স্বাস্থ্য ডেস্কঃ কোনো ব্যক্তির যৌনক্ষমতা কতটা তা অনেকটাই নির্ভর করে তার রক্তের...

প্রাক্তন ফিরে আসতে চাইলে কি করবেন?

 জীবনযাপন ডেস্কঃ প্রায় সময়ই দেখা যায় রিলেশন ব্রেকাপের কিছু দিন পর বা...

‘প্রাক্তন’ কেন আপনার জীবনে মূল্যবান?

প্রাক্তন মানুষ গুলো সবার কাছে অভিশপ্ত হলেও, আমার কাছে প্রাক্তন যথেষ্ট মূল্যবান।...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।