নিজস্ব প্রতিবেদক: বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটির দিনেও চলছে পাঠদান।শুক্রবার সকাল দশটা থেকে শুরু হয় এই পাঠদান কার্যক্রম।
খোজ নিয়ে জানা যায়, স্মরণ কালের ভয়াবহ বন্যার সময় উক্ত স্কুলটিতে খোলা হয়েছিলো বানভাসি মানুষদের জন্যে অস্থায়ী আশ্রয় কেন্দ্র। সে সময় প্রায় এক সপ্তাহের মতো বন্ধ বন্ধ ছিলো উক্ত বিদ্যালয়ের সকল প্রকার দাপ্তরিক ও পাঠদান কার্যক্রম।সেই সময়ের ক্ষতি পুষিয়ে নেবার জন্যে সাপ্তাহিক ছুটির দিনেও চলছে পাঠদান কার্যক্রম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছুটির দিনে পাঠদান হলেও বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বরাবরের মতোই। ছুটির দিন বলে উপস্থিতর কমতি নেই।
সামনে বার্ষিক পরীক্ষা, দশম শ্রেণীর ও এস,এস,সি পরীক্ষার্থীসহ সবার পড়া শোনায় যে বিঘ্ন হয়েছে সেই ক্ষতিটা পূরণ করার লক্ষ্যেই সাপ্তাহিক ছুটির দিনেও এই পাঠদান কর্মসুচীর ব্যবস্থা নেওয়া হয়েছে ।এমনটাই জানান ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসমী আল বারী।