যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই প্রধান হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত বিচার বিভাগের সাবেক কর্মকর্তা ক্রিস্টোফার রয়কে অনুমোদন দিয়েছে সিনেট। মঙ্গলবার সিনেটরদের ৯২-৫ ভোটে তার নিয়োগ চূড়ান্ত হয়।
এর মাধ্যমে সাবেক এফবিআই প্রধান জেমস কোমির স্থলাভিষিক্ত হলেন তিনি। গত ১২ জুলাই এফবিআই প্রধান নিয়োগের জন্য পরীক্ষামূলক শুনানিতে অংশ নেন ক্রিস্টোফার। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়ে ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত সহকারী এটর্নি জেনারেলের পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
তবে ১০ বছর মেয়াদের এফবিআই প্রধান পদের চ্যালেঞ্জ ৫০ বছর বয়সী ক্রিস্টোফার ঠিক কতটা নিতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে। এর আগে, প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের প্রচারাভিয়ানে রাশিয়ার সহযোগিতার বিষয়টি তদন্তের জেরে গত ৯ মে জেমস কোমিকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। রিপাবলিকান পার্টির সমর্থক ছিলেন জেমস কোমি।