ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনের জারি করা এ বিষয়ক তফসিল এবং সার্কুলারের ওপর স্থগিতাদেশ দিয়ে সকালে এ রুল জারি করা হয়।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের একটি বেঞ্চ থেকে রুলটি জারি করা হয়। সিটি কর্পোরেশনে নতুন ওয়ার্ড হিসেবে অন্তর্ভূক্ত, ভাটারা ও বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যানরা উপ-নির্বাচন স্থগিত চেয়ে আলাদা দু’টি রিট করেছিলেন। তাতে বলা হয়েছিলো, তারা সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত হলেও এখন পর্যন্ত নতুন ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। তাই, তারা মেয়র পদে প্রার্থী হতে পারছেন না।
মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে হাইকোর্টের বেঞ্চে রিট দুটির শুনানী হলে বুধবার আদেশের দিন ধার্য করা হয়। সেসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা নির্বাচন স্থগিতের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন। এদিকে, হাইকোর্টের অপর একটি বেঞ্চ থেকে আগামী ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেয়া হয়।