তথ্য ফাঁসঃ জবাব চেয়ে ফেসবুকের কাছে ভারতের চিঠি

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

মোবাইল প্রস্তুতকারক কোম্পানীদের সঙ্গে তথ্য শেয়ার করার অভিযোগে এবার ফেসবুকের কাছে জবাব চাইল ভারত। ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আগামী ২০ জুনের মধ্যে এই সংক্রান্ত বিষয়ে জবাব চেয়ে পাঠিয়েছে ফেসবুকের কাছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের প্রধান নির্বাহী (সিউও)মার্ক জুকেরবার্গের কাছে লিখিত চিঠিতে তথ্য শেয়ার নিয়ে জবাব চেয়েছে ভারতের তথ্য মন্ত্রণালয়।

এর আগে মার্ক জুকেরবার্গ স্বীকার করেছিলেন ফেসবুক থেকে তথ্য শেয়ারের কথা। দেশটির ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মতে প্রায় ৬০টি ভিন্ন মোবাইল কোম্পানিকে তথ্য শেয়ার করেছে ফেসবুক। এর মধ্যে আছে- অ্যাপল, স্যামসাং, মাইক্রোসফট, অ্যামাজন এবং ব্লাকবেরি।

এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত ১০ বছরে ফেসবুক বিভিন্ন মোবাইল কোম্পানির সঙ্গে তথ্য শেয়ারের ব্যবসা করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মানুষের মতামত ছাড়াই তাদের মোবাইলে থাকা তথ্য মোবাইল কোম্পানিগুলিকে শেয়ার করেছে ফেসবুক। এমনকি কোনো তথ্য অনুমতি ছাড়া নেওয়া হবে না এই অফিসিয়াল ঘোষণা করার পরেও ফেসবুক মোবাইল কোম্পানিগুলোকে তথ্য সরবরাহ করেছে।

এর আগেও ক্যামব্রিজ অ্যানালায়টিকা কেসে ফেসবুকের কাছে জবার চেয়েছিল ভারত সরকার। সে সময় ফেসবুক ক্ষমা চেয়ে নিয়েছিল। তখনও ফেসবুক কথা দিয়েছিল, মানুষের ডেটা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার সঙ্গে গোপন রাখবে ফেসবুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *