তীব্র তুষারপাত, সাইক্লোন ও বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। এতে, মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ১৭ জনে। জরুরি অবস্থা জারি হয়েছে নিউ ইয়র্কে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস থেকে জানানো হয়, শুক্র ও শনিবার তাপমাত্রার সর্বনিম্ন রেকর্ড ভাঙতে পারে। কিছু এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের ৪০ ডিগ্রির নিচে অনুভূত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
তুষারপাতে সৃষ্ট দুর্ঘটনা ও ঠাণ্ডায় চলতি সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছেছে। বন্ধ রাখা হয়েছে ফিলাডেলফিয়া, বোস্টন, ক্যারোলাইনা, নিউ ইয়র্ক, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সংযোগ বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎহীন অবস্থায় আছে প্রায় ৮০ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।
সাড়ে চার হাজারের মতো পূর্ব নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। এদিকে, যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাওয়া সামুদ্রিক ঝড়ের কারণে হুমকিতে আছেন মেইন থেকে জর্জিয়া পর্যন্ত প্রায় ছয় কোটি মানুষ। ঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে বোস্টন। যা এরই মধ্যে ১৯২১ সালের রেকর্ড ভেঙেছে।