বাংলাদেশে ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে আজ মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় সিরিজ। মিরপুর স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হবে দিন-রাতের ম্যাচটি। জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর প্রত্যাশা বাংলাদেশ দলের। সাকিব আল হাসানকে তিন নম্বরে খেলানো হবে জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
দীর্ঘ আট বছর পর তিন জাতি সিরিজ হচ্ছে বাংলাদেশে। টাইগারদের প্রতিপক্ষ আগের সেই শ্রীলংকা ও জিম্বাবুয়ে। এই সিরিজ দিয়ে প্রায় ১৫ মাস পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট আবারো ফিরছে মিরপুরের হোম অব ক্রিকেটে। ইমরুলের ইনজুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে একাদশ সাজানো অনেকটাই সহজ হয়ে গেছে টিম ম্যানেজমেন্টের।
পোশাকি পরিচয় টিম ডিরেক্টর হলেও এই ম্যাচ দিয়েই জাতীয় দলের কোচ হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে খালেদ মাহমুদ সুজনের। ঘরের মাঠে খেলার বাড়তি চাপ নিয়েই প্রত্যাশিত পারফরমেন্স দেখানোর আশা অধিনায়ক মাশরাফির। ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নিয়ে প্রস্তুত জিম্বাবুয়েও। শ্রীলংকা সফরের সাফল্য আত্মবিশ্বাসী করেছে অধিনায়ক গ্রায়েম ক্রেমারকে।