দশ ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন ঠাকুরগাঁও শহর

অতিরিক্ত মাল বোঝাই ট্রাক চলাচলে ভেঙে গেছে ঠাকুরগাঁওয়ের বেইলী ব্রিজ। এতে চরম দুর্ভোগে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের দশ ইউনিয়নের মানুষ। দ্রুত কাঠের ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরেই নড়বড়ে ছিল ঠাকুরগাঁওয়ের জীর্ণ-শীর্ণ বেইলী ব্রীজ। দুর্ঘটনা এড়াতে শুধু সতর্কতামূলক সাইনবোর্ড ঝুলিয়েই দায়িত্ব সেরেছে জেলা প্রশাসন। ছিলনা কোন নজরদারি। মরণ ফাঁদের এই সেতু দিয়ে অবাধে যাতায়াত করতো অতিরিক্ত মাল বোঝাই ট্রাক-বাসসহ পণ্যবাহী যান।

গত আট ডিসেম্বর ভেঙে যায় বেইলী ব্রিজটি। তবে কেউ হতাহত হয়নি। এতে ওইপথে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। তবে, জেলা প্রশাসক ও এলজিইডি কর্তৃপক্ষ বলছে মানুষের চলাচলের জন্য সাময়িক ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে, অল্প সময়ের মধ্যেই কাঠের ব্রীজ তৈরি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *