নিজস্ব প্রতিবেদক
রানীরবন্দর-চিরিরবন্দর আঞ্চলিক সড়কে ট্রাক্টর-এক্সেভেটর (ভেকু) নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক্সেভেটর চালক নিহত এবং ট্রাক্টর চালক গুরুতর আহত হয়েছে। এ সড়ক দুর্ঘটনাটি গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রানীরবন্দর-চিরিরবন্দর আঞ্চলিক সড়কে আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমুহা গ্রামের হাইছো রাইস মিলের সন্নিকটে ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় ট্রাক্টর লোবেটে করে একটি এক্সেভেটর (ভেকু) মেশিন নিয়ে চিরিরবন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথে আন্ধারমুহা গ্রামের হাইছো রাইস মিলের সন্নিকটে ট্রাক্টরের সামনের চাকা ভেঙ্গে গেলে ট্রাক্টরটি এক্সেভেটরসহ সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় জুয়েল রানা ও সাজেদুর রহমান ট্রাক্টর ও এক্সেভেটরের নিচে চাপা পড়ে।
এতে ঘটনাস্থলেই এক্সেভেটর চালক জুয়েল রানা নিহত হন এবং ট্রাক্টর চালক সাজেদুর রহমান গুরুতর আহত হন। এসময় তাদেরকে ট্রাক্টর-এক্সেভেটরের ভিতরে আটকে পড়াবস্থা থেকে বের করা না গেলে দিনাজপুর পুলিশ লাইন থেকে রেকার ও পাশের ইটভাটা থেকে একটি এক্সেভেটর নিয়ে এসে থানা পুলিশ এবং সৈয়দপুর ও চিরিরবন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকর্মীরা অন্তত ৫ ঘন্টাব্যাপি উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহ ও জীবিত ব্যক্তিকে উদ্ধার করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দিন শাহ দুর্ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যার পূর্বে ট্রাক্টর লোবেটে করে একটি এক্সেভেটর (ভেকু) মেশিন নিয়ে চিরিরবন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথে আন্ধারমুহা গ্রামের হাইছো রাইস মিলের সন্নিকটে দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনার অন্তত ৫ ঘন্টাপর মরদেহ ও জীবিত ব্যক্তিকে উদ্ধার করা হয়।