দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও রক্তদাতাদের মিলনমেলা উদযাপন করেছে। অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটি, প্রশাসন, ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন এবং রক্তদানের মানবিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন ডাঃ আফরোজ সুলতানা লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বীরগঞ্জ, দিনাজপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, দিনাজপুর। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ডাঃ এ.বি.এম. কামরুল হাসান, বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব দীপঙ্কর বর্মন, সহকারী ভূমি কমিশনার।
জনাব মোঃ আব্দুর গফুর, অফিসার ইনচার্জ, বীরগঞ্জ।
জনাব মোঃ ফজলুল হক, ইন্সপেক্টর ট্রাফিক সার্জেন, রংপুর।
জনাব সুলতানা রাজিয়া আখি, রংপুর বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক, মহিলা, বীরগঞ্জ।
জনাব স্বপন শর্মা, শ্রেষ্ঠ শিক্ষক, বীরগঞ্জ উপজেলা।
জনাব মোঃ আসাদুজ্জামান বাবু, আহ্বায়ক, প্রাথমিক শিক্ষক সমিতি।
জনাব মোঃ মতিউল ইসলাম, সহকারী শিক্ষক, ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জনাব মোঃ গোলাম মোস্তফা হীরা, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ২৩ নং পাল্টাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অ্যাডভোকেট জনাব চান মিয়া, দিনাজপুর জেলা দায়রাজজ আদালত।
জনাব আব্দুল লতিফ, পরিচালক, বিবিকাঞ্চন চক্ষু হাসপাতাল।
জনাব মাহবুবুর রহমান আঙ্গুর, সম্পাদক, উত্তরের কণ্ঠ।
জনাব মোঃ আব্দুর রাজ্জক, সম্পাদক, বীরগঞ্জ প্রতিদিন।
জনাব সোহেল আহমেদ, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি।
জনাব উত্তম শর্মা, ইত্তেফাক প্রতিনিধি, বীরগঞ্জ।
জনাব হুমায়ুন কবির, প্রোপ্রাইটর, মেসার্স আপন এন্টারপ্রাইজ।
জনাব মোঃ নাজিরুল ইসলাম, সহকারী শিক্ষক, বড় হাট শিপাইদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব মোঃ ফজলে এলাহী, উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর।
রক্তদানের গুরুত্ব ও সমাজে এর প্রভাব নিয়ে আলোচনা, রক্তদাতাদের পুরস্কৃত করা এবং ভবিষ্যতে আরও সচেতনতা বৃদ্ধির প্রস্তাব নিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে রক্তদান সম্পর্কে আরও সচেতন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।