নিজস্ব প্রতিবেদক
মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবি ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি(শুক্রবার) জামায়াতের প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন শহিদ মিনার চত্বরে সমাপ্ত হয়। সেখানে এক সংক্ষিপ্ত পদসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলার আমির কারী আজিজুর রহমান এর সভাপতিত্বে ও জামায়াতের সেক্রেটারী মনজুরুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক ছাত্র নেতা ও দিনাজপুর-১ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী ।
এ সময় বক্তারা বলেন, বাজারে এখনো দ্রব্য মূল্যের দাম বেশি গরিব খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা। তাই তারা অন্তবর্তীকালীন সরকারের কাছে রমজানে যেন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকে সেই দিকে নজর দিতে বলেন এবং রমজান মাসে যেন দিনের বেলা কোনো হোটেল রেস্তোরা খোলা না থাকে সেই দিকে প্রশাসনকে নজর দিতে আহবান জানান।