দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়

আজ রবিবার ২৬/০১/২০২৪ ইং বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি ষ্ট্যান র‌্যালী এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে “বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৫’’ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব কুষ্ঠ দিবসে এবারের প্রতিপাদ্য বিষয়-
‘‘Unite, Act, Eliminate‘‘
‘‘ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ী’’

উক্ত আলোচনা সভায় উদ্বোধন সহ “বিশ্ব কুষ্ঠ দিবস’’ বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজ সুলতানা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট-এ্যানসথেসিয়া ডাঃ আসাদ শেখ পারভেজ, মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইসমাইল হোসেন।

নার্সিং সুপার ভাইজার, সিনিয়র ষ্টাফ নার্স, মিডওয়াইফ, এসআই,এইচআই, এসএসিএমও, ফার্মাসিষ্ট, ডেন্টাল টেকনোলজেষ্ট, এমটি-ল্যাব, এমটি-ইপিআই, ক্যাশিয়ার, পরিসংখ্যানবিদ, ষ্টোর কিপার, টিএলসিএ, অফিস সহকারী সহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টিবি এন্ড লেপ্রোসি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট (TLCA) জনাব মাসুদ রানা, লেপ্রোসি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট (LCA) জনাব রঞ্জন দেব শর্মা।

সহযোগিতাঃ- দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ধানঝুড়ী কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র, বীরগঞ্জ, দিনাজপুর।

আয়োজনেঃ- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বীরগঞ্জ, দিনাজপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *