দিনাজপুরের হাবিপ্রবিতে তিন দিনব্যাপী ইন্টার ইউনিভার্সিটি ডিবেট চ্যাম্পিয়নশিপ এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর প্রতিনিধিঃ হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির আয়োজনে প্রথমবারের মতো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো তিন দিনব্যাপী ইন্টার ইউনিভার্সিটি ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৫ আজ থেকে শুরু হয়েছে।

সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ সকল শহীদগণের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, ইন্টার ইউনিভার্সিটি ডিবেট চ্যাম্পিয়নশিপ এর আয়োজক হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা অবশ্যই আমাদের জন্য গর্বের এবং এ ধরণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তিনি বলেন, বিতর্ক একজন মানুষকে পরিপূর্ণভাবে বিকশিত করে, এটি এমন একটি বিষয় যার ট্রেনিং আজীবন তোমাদের কাজে আসবে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে তোমরা যখন চাকুরীক্ষেত্রে যাবে, সেই সময়ও এটা তোমাদের কাজে আসবে। পাশাপাশি বিতর্ক একজন মানুষকে বলিষ্ঠভাবে যুক্তি উপস্থাপন করতে শেখায়। বিতর্কের মাধ্যমে তোমরা সমাজের অনেক নেগেটিভ বিষয়কেও পজেটিভভাবে উপস্থাপন করতে পারো।

আজ তোমরা যে উদ্যোগটি নিয়েছো এটি আমাদের সমাজ ও দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের প্রয়োজনে নিজের পড়ালেখা রেখে, নিজের টাকা খরচ করে তোমরা এতোদূর এসেছো এটা অবশ্যই প্রশংসার দাবীদার। আমি একটা কথা সব সময় বলি, গত জুলাই-আগস্টে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, তোমরা সেই আন্দোলনের সহযোদ্ধা। এই আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাঁরা তোমাদেরই বন্ধু বান্ধব। তোমরা তাঁদের এই স্প্রিটটাকে সব সময় ধারণ করে সামনে এগিয়ে যাবে।

উল্লেখ্য, ইন্টার ইউনিভার্সিটি ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৫ এ দেশের সরকারি বেসরকারি ৩২ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *