দিনাজপুরের হিলি ট্রেন ট্রাজেডি দিবস আজ। ১৯৯৫ সালের এই দিনে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২৭ যাত্রী নিহত হন। দিসবটি উপলক্ষে কালো ব্যাচ ধারণ, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
বাংলাহিলি রেলওয়ে একতা ক্লাবের তৎকালীন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন রাত সোয়া ৯ টায় গোয়ালন্দ থেকে পার্বতীপুরগামী ৫১১ নং লোকাল ট্রেনটি ১ নম্বর রেল লাইনে দাঁড়িয়েছিল।
কর্তব্যরত ষ্টেশন মাষ্টার ও পয়েন্টসম্যানের দায়িত্বহীনতার কারণে সৈয়দপুর থেকে খুলনাগামী ৭৪৮ নং আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে প্রবেশ করলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বিকট শব্দে লোকাল ট্রেনটির ইঞ্জিনসহ দু’টি বগি দুমড়ে মুচড়ে যায়। হতাহত হয় শতাধিক ব্যাক্তি।