নিজস্ব প্রতিবেদক
গতকাল রাতে শহরের বাসুনিয়াপট্টিতে অবস্থিত দিনাজপুর শহর আওয়ামীলীগের অফিসের জড়ো হয় শতাধিক ছাত্র জনতা। এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা শহর আ’লীগের অফিস ভাঙচুর করেছে। অফিসের সামনের দেয়ালের কয়েকটি স্থান থেকে ইট খুলে ফেলে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভাঙচুর শেষে ছাত্র জনতা ঘটনাস্থল থেকে চলে যায়।
এদিকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ১২টায় হাবিপ্রবির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের সামনে জড়ো হয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও শেখ হাসিনার নামফলক ভেঙে ফেলেন। বঙ্গবন্ধু হলের নাম ভেঙে ফেলে সেখানে বিজয় ২৪ হল নামকরণ করা হয়। এর আগে হাবিপ্রবি’র শেখ রাসেল হলের নামফলক ভেঙে ফেলে শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাবিপ্রবি শাখার সমন্বয়ক মোঃ আসাদুজ্জামান নূর বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তাঁর পিতাকে নিয়ে ব্যবসা করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ন্যায় হাবিপ্রবিতেও আমরা শেখ মুজিব ও হাসিনার সকল ম্যুরাল ও নামফলক ভেঙে ফেলেছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক মোঃ সুজন ইসলাম বলেন, ৭১ পরবর্তী সময়ে শেখ হাসিনা বাকশাল কায়েম করেছিল এবং শেখ হাসিনাও একই কায়দায় দেশকে শাসন করেছে। তাই আমরা তাদের কোন নামফলক ও ম্যুরাল ক্যাম্পাসে রাখবো না।