নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গণতন্ত্র উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে শান্তি, সম্প্রীতি, সহনশীলতা, অহিংস সমাজ গঠন ও গণতন্ত্রের চর্চার বিষয়বস্তুকে কেন্দ্র করে একটি সচেতনতা ক্যাম্পেইন আয়োজনের মাধ্যমে যুব-তরুণদের, আদিবাসী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সংবেদনশীল করা এবং পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরে দিনব্যাপী এই গণতন্ত্র উৎসবের আয়োজন করেন দিনাজপুর জেলা নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরাম। বাস্তবায়নের ছিলেন ডেমক্রেসিওয়াচ।
গণতন্ত্র উৎসব এর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান।
দিনাজপুর জেলা নাগরিক প্লাটফর্মের সভাপতি ও দৈনিক উত্তরবাংলার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান, বোচাগঞ্জ যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরী, পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান বসুনিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ডেমক্রেসিওয়াচ এর নির্বাহী পরিচালক সানজিদা লিপি।
সারাদিন ব্যাপী গণতন্ত্র উৎসবে যুবদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালী), বিভিন্ন সংগঠন ও যুবদের ১৩টি উপজেলার ১৮টি স্টল পরিদর্শন, যুবদের উদ্যোগে পরিবেশিত হয় নাটক দিন বদলের কিচ্ছা, যুবদের গান, কুইজ, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্ত আলোচনা, সম্মিলিত যুব শপথ, মক ভোটিং, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বশেষে ব্যান্ড মিউজিক এর আয়োজন করা হয়।
এ ছাড়া উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, বিরল কলেজের প্রভাষক বিধান কুমার দত্ত, হাবিপ্রবির সহযোগি অধ্যাপক হাসান জামিল, ডেমক্রেসিওয়াচের প্রোগ্রামার গোলাম নুরনবী যুগল, ডেমোক্রেসী ওয়াচের দিনাজপুর ক্লাস্টার সমন্বয়কারী রেফায়েত আরা রিতু, দিনাজপুর জেলা সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান ও জেলা নাগরিক প্লাটফোরামের যুগ্ম আহ্বায়ক তারিকুজ্জামান তারেক, বিশিষ্ঠ লেখক ও সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, দৈনিক উত্তরবাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান। এ ছাড়াও ১৩টি উপজেলার যুব আহবায়কবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন হারুন উর রশীদ হারুন।