নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ্ মুহাম্মদ শরিফ বলেছেন, আগামী ১৫ মার্চ দিনাজপুর জেলায় ৩ লাখ ৮২ হাজার ৯০৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
১২ মার্চ বুধবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন কার্যালয়, দিনাজপুর এর আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি সাংবাদিকদের আরোও জানান, এবার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৪০ হাজার ৭৬৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ১৪১ জন মোট ৩ লাখ ৮২ হাজার ৯০৮ জন কে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর জন্য স্থায়ী কেন্দ্র খোলা হবে ১৫টি, অস্থায়ী কেন্দ্র ২৫৮৯ টি, অতিরিক্ত কেন্দ্র (উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে) ১২টি, মোট ২৬১৬টি। মাঠ কর্মী ও স্বেচ্ছাসেবী সংখ্যা এইচ এ ১৭৯ জন, এফ ডাব্লিউ এ ৩৯৪ জন। স্বেচ্ছাসেবী (ভলান্টিয়ার) ৫২৩২ জন মোট ৫৮০৫ জন মাঠ কর্মী ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছে।
এসময় দিনাজপুরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলে তিনি তার উত্তর দেন।
কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন এমওসিএস হোসেন মোহাম্মদ নাহিদ প্লাবন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ সাইফুল ইসলাম।