দিনাজপুরে নবাগত পুলিশ সুপার এর সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর সাথে দিনাজপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ ফেব্রুয়ারি-২০২৫ রোববার সকালে জেলা পুলিশ সুপারের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বলেন, আমি জনগণের সেবক, এই জেলার মানুষের নিরাপত্তা দেওয়াই আমার লক্ষ্য ও উদ্দেশ্য। সাধারণ জনগণ পুলিশের সেবার জন্য যাতে থানায় গিয়ে কোন ধরনের হয়রানী বা ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে তিনি নিশ্চয়তা প্রদান করেন।

তিনি বলেন ,অপরাধিরা যত বড় শক্তিশালী হোক না কেন আমার কাছে তাদের কোন ছাড় পাওয়ার সুযোগ নেই। এই জেলায় যারা মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদের কোন ছাড় দেওয়া হবে না। তাদের এখন থেকে এসব কার্যক্রম হতে দূরে থাকতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রচারের জন্য অনুরোধ করেন। এছাড়াও জেলার মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত প্রদানে তিনি বদ্ধপরিকর বলে ঘোষণা করেন।

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, আমাদের সময়ের প্রতিনিধি রতন সিং, বাসস প্রতিনিধি রোস্তম আলী মন্ডল, সাংবাদিক সুলতান মাহমুদ, কামারুজ্জামান, এমদাদুল হক মিলন, তনুজা শারমিন তনু, আবুল কাশেম, রিয়াজুল ইসলাম রাজু প্রমুখ।

উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, ডিবি পুলিশের ওসি মোঃ সোহেল রানা , দৈনিক বায়ান্ন পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি ফটো সাংবাদিক মোঃ ইউসুফ আলীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য , দিনাজপুরের নবাগত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন ইতিপূর্বে নাটোর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *