নিজস্ব প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযানে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আবুল কাশেম-এর নেতৃত্বে একটি অভিজানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ফেব্রুয়ারী) বিকেলে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৫ নং চন্ডিপুর ইউপির ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর বড় হরিপুর চান্দিনা গ্রামের মোঃ মোস্তফা কামাল এর পুত্র মোঃ শরিফুল ইসলাম (৩৫) এর বাড়ী তল্লাশি করে, তার নিজ বসত বাড়ীর শয়ন কক্ষের ভিতর একটি বস্তার মধ্যে ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
যার আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। তল্লাশি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সরণির ১৪ (খ) ও ৪১ ধারায় পার্বতীপুর থানায় মামলা দায়ের করা হয়।
উক্ত মামলায় অপর একজন পলাতক আসামী একই এলাকার মোঃ হামিদুর এর পুত্র মোঃ লোকমান হোসেন ওরফে লাল্টু (৪৭)।
উল্লেখ্য যে, ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত পলাতক আসামী মোঃ লোকমান হোসেন ওরফে লাল্টু (৪৭) এর বিরুদ্ধে পার্বতীপুর থানায় ৮ টি মামলা রয়েছে।
এই অভিযানের বিষয় নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।